ইয়াস নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী

Spread the love

ইয়াস পরবর্তী বিপর্যস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলাইকুণ্ডায় তাঁর সঙ্গে দেখা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরই বিপর্যয় নিয়ে একটি রিভিউ বৈঠক করবেন নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকে থাকছেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমার একটি কাগজ দেওয়ার আছে। সেটা দিয়েই আমি চলে আসব। প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে আমি থাকছি না।’ শুক্রবার সকাল থেকেই দুই ২৪ পরগনার বিস্তারিত এলাকা আকাশপথে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সাগরে প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না।

শুক্রবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে সংশয় দেখা গিয়েছিল। সূত্রের খবর, এই বৈঠকে শুভেন্দু অধিকারী ও দেবশ্রী চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন সাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি কলাইকুণ্ডে উড়ে যাবেন। তবে রিভিউ মিটিংয়ে থাকবেন না। কেবলমাত্র একটি প্রয়োজনীয় কাগজ নিয়ে মিনিট ১৫-এর মধ্যে ফিরে আসবেন।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পর দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত সাগর, নামখানা, কাকদ্বীপ অঞ্চল হেলিকপ্টারে পরিদর্শন সেরে সাগরে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে জেলাশাসক পি উলগানাথনের থেকে বিস্তারিত তথ্য চেয়ে নেন। বৈঠকে তিনি বারবার বলেন, ‘ত্রাণ নিয়ে কোনওরকম গাফিলতি যেন না হয়। কোনও বদনাম বরদাস্ত করা হবে না।’ এদিন সাগরের বন্যা কবলিত বেশ কিছু এলাকা পায়ে হেঁটেও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*