বিজেপিকে গুজরাটে হারাতে তিনি পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করছেন, নরেন্দ্র মোদীর এমন অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঘটনার জন্য দেশবাসীর কাছে মোদীকে ক্ষমা চাইতে বললেন মনমোহন। পাশাপাশি মোদীর এহেন অভিযোগে তিনি অত্যন্ত ব্যথিত বলে জানিয়েছেন ইউপিএ আমলের প্রধানমন্ত্রী। রবিবার গুজরাটের পালানপুরের এক সভায় নরেন্দ্র মোদী দাবি করেন, পাকিস্তান গুজরাট ভোটের ফল প্রভাবিত করতে চাইছে, নাক গলাচ্ছে।
প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রাতে কয়েকজন পাকিস্তানি ক্ষমতাশালী লোকজন ও মনমোহন সিংহ মনিশঙ্কর আয়ারের বাসভবনে বৈঠকে বসেছিলেন এবং গুজরাটের ভোট নিয়ে তাঁদের আলোচনা হয় বলে অভিযোগ করেন তিনি। সোমবার প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন জানিয়ে দেন, সেখানে গুজরাটের নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে কোনও কথাই হয়নি। প্রধানমন্ত্রীর এমন ভাবনায় তিনি গভীর আঘাত পেয়েছেন বলেও মন্তব্য করেন মনমোহন। তিনি বলেন, আমি এই মিথ্যাচার, কটাক্ষের তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি মনমোহন সিং আরও জানান ঘটনার জন্য নরেন্দ্র মোদীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
Be the first to comment