স্টার্ট আপেই লুকিয়ে দেশের আগামী দিনের উন্নতি, মন কি বাতে বললেন মোদী

Spread the love

প্রত্যেক সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান করে থাকেন। রবিবার সকাল ১১টা থেকে মিনিট কুড়ি তিনি তাঁর মনের কথা বলেন। দেশে কোথায় কোন বিষয়টা গুরুত্বপূর্ণ তা তিনি জানান। কোন ঘটনা দেশকে এগিয়ে নিয়ে যাবে বা দেশের আগামী প্রজন্মকে অনুপ্রানিত করবে তা নিয়ে কথা বলেন তিনি। আজ ছিল তাঁর ৮৯তম মন কি বাত অনুষ্ঠান। তা নিয়ে কথাবার্তা বলেন। তবে আজকের মন কি বাতের মূল জায়গা ছিল স্টার্ট আপ।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি নিশ্চিত যে আগামীতে ভারতকে নতুন উচ্চাতায় পৌঁছানোর জন্য স্টার্ট-আপগুলিকে দেখতে পাব। সঠিক পরামর্শ একটি স্টার্ট-আপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ভারতে এমন অনেক পরামর্শদাতা রয়েছে যারা দেশের স্টার্টআপগুলিকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্টার্ট-আপ হল তরুণ ভারতের চেতনা। তারা নতুন ভারতের চেতনাকে প্রতিফলিত করে।” মন কি বাতের ৮৯তম সংস্করণে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী এমন কথাই বলেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও বলেন যে, “তাঞ্জাভুরে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর দোকান এবং কিয়স্কও খুলছে। এর কারণে, অনেক দরিদ্র পরিবারের জীবন বদলে গিয়েছে। এই ধরনের কিয়স্ক এবং স্টোরের সাহায্যে, মহিলারা এখন তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন। সরাসরি গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে যাচ্ছে।”

শিমলায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং গুরুগ্রামে বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত শোনেন। নরেন্দ্র মোদী বলেন, “ভারতে বিভিন্ন ভাষা, উপভাষা রয়েছে। আমাদের দেশে অনেক লোক আছে যারা ‘আমাদের দেশে এই ভাষা বৈচিত্র্যকে শক্তিশালী করার জন্য কাজ করছেন৷’

এর পাশাপাশি তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “২১ জুন, বিশ্ব যোগ দিবস পালন করবে৷ এই বছরের থিম ‘মানবতার জন্য যোগ’৷ এবার ‘অমৃত মহোৎসব’কে সামনে রেখে দেশের ৭৫টি প্রধান স্থানে ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এরও আয়োজন করা হবে। অনেক সংস্থা এবং দেশবাসী তাদের নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবনী কিছু করার প্রস্তুতি নিচ্ছে” বলে জানান প্রধানমন্ত্রী মোদী।

এর সঙ্গেই তিনি কেদারনাথ তীর্থযাত্রীদের নিয়ে কিছুটা মনক্ষুণ্ণ সেই কথা বলেন৷ তিনি বলেন তীর্থযাত্রীদের ছড়িয়ে দেওয়া আবর্জনা নিয়ে। তিনি বলেন, “কিছু তীর্থযাত্রী আছেন যারা তাদের যাত্রার সময় তাদের অবস্থানের কাছাকাছি জায়গাগুলি পরিষ্কার করছেন , আবার কেউ কেউ অপরিস্কার করে দিচ্ছে। আমাদের সবাইকে একযোগে এই উদ্যোগ নিতে হবে তবে তীর্থযাত্রা আরও সুন্দর হয়ে উঠবে বলে আমি মনে করি”, বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*