‘মাতঙ্গিনী অসমের’, লাল কেল্লায় মোদীর বেফাঁস মন্তব্য, ‘বাংলার অপমান’, তোপ তৃণমূলের

Spread the love

স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের উল্লেখ করে তথ্যগত ভাবে ভুল মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাও আবার লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার সময়। আর এতেই তোলপাড় বঙ্গ রাজনীতি। আর এই আবহে প্রধানমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে বলে তোপ দাগল তৃণমূল। পাশাপাশি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস। সাংবাদিকদের সামনে এই বিষয়ে এদিন বিমানবাবু বলেন, ‘আরএসএস অনুসরণ করলে এই হবে।’

এদিকে মেদিনীপুরের এই স্বাধীনতা সংগ্রামীকে অসমের উল্লেখ করায় বেজায় চটেছে রাজ্যের শাসক দল। এই বিষয়টিকে বাংলার অপমান বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। গেরুয়া শিবিরকে এই বিষয়ে তোপ তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হয়ে গেলেন? নিজে তো জানেন না। আবেগও নেই তাঁর মধ্যে। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই তো হবে। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন।’

এদিকে এই ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী সমগ্র দেশ নিয়ে বলছেন। দেশে হাজার বাজার স্বাধীনতা সংগ্রামী। সেই আবহে একটা ভুল হয়েছে। ছোট খাটো এরম ভুল হতেই পারে। এটা এমন কোনও বড় ঘটনা নয়। এটাকে বড় করে দেখার দরকার নেই। দিলীপবাবুর পাল্টা প্রশ্ন, যাঁরা এত কষ্ট পাচ্ছেন তাঁরা মাতঙ্গিনী হাজরার জন্য কী করেছেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*