‘রাম সকলের হৃদয়ে…’ মন কি বাত জুড়ে শুধুই অযোধ্যার কথা মনে করালেন মোদী

Spread the love

বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে বক্তৃতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের ১০৯তম পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। নারী ক্ষমতায়ন থেকে শুরু করে দেশের সংবিধানের ৭৫ বছর নিয়েও বক্তব্য রেখেছেন মোদী। সেই সঙ্গে তাঁর কথায় উঠে এসেছে অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গও। এর পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা এবং অঙ্গদানের বিষয় উল্লেখিত হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত প্যারেডে মহিলাদের যোগদান প্রসঙ্গে মোদী বলেছেন, “এ বছরের ২৬ জানুয়ারি ছিল অসাধারণ। মহিলা শক্তিকে প্যারেডে অংশ নিতে দেখে অনেকেই প্রশংসা করছেন। কর্তব্য পথে তাঁদের দেখে দেশবাসী উচ্ছ্বসিত।” দেশের সংবিধানের ৭৫ বছরের প্রসঙ্গে তিনি বলেছেন, “এ বছর ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্ণ হল। সুপ্রিম কোর্টেরও তাই। ভারতের সংবিধান জীবন্ত নথি। এর তৃতীয় অধ্যায়ে নাগরিকদের অধিকার বর্ণিত হয়েছে।”

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন মোদী। সারা দেশ সে দিন প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উৎসবে মেতে উঠেছিল। এ প্রসঙ্গে জানুয়ারি মাসের মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেছেন, “প্রত্যেকের অনুভূতি এক। রাম সবার কথা। রাম সকলের হৃদয়ে। এই সময় দেশের প্রচুর মানুষ রামভজন গেয়েছেন। নিজেদের রামের চরণে উৎসর্গ করেছেন।”

রবিবারের মন কি বাতের অনুষ্ঠানে আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে বলেছেন প্রধানমন্ত্রী। এই চিকিৎসা পদ্ধতি কীভাবে দেশের মানুষের কাজে লেগেছে তাও উল্লেখ করেছেন মোদী। পাশাপাশি অঙ্গদানের প্রসঙ্গও তুলেছেন মোদী। এক হাজারেরও বেশি লোক মৃত্যুর পর তাঁদের বিভিন্ন অঙ্গ দান করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*