নিজের ছাতা নিজেই ধরলেন মোদী, আপ্লুত গেরুয়া শিবির

Spread the love

সংসদের বাদল অধিবেশন শুরু হল সোমবার ৷ প্রথা হল, কোনও অধিবেশনের প্রথম দিন সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী ৷ এদিনও তাই সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদী ৷

কিন্তু এই ‘হাজিরা’য় তাঁর বক্তব্যের থেকেও ভাইরাল হয়েছে সেই সময়ের ছবি কারণ, প্রধানমন্ত্রী যে সময় বক্তব্য রাখছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল ৷ সাধারণত দেখা যায় যে, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা প্রধানমন্ত্রী বা তাঁর মতো ভিভিআইপিদের মাথায় ছাতা ধরে রাখেন ৷ কিন্তু এদিন মোদী নিজেই ছাতা ধরেছিলেন ৷ তাঁর সঙ্গে আর যে ক’জন ছিলেন, তাঁরাও নিজেদের ছাতা নিজেরাই ধরে রেখেছিলেন ৷

আর এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদরা রীতিমতো আপ্লুত ৷ সকলেই ওই ছবি পোস্ট করেছেন ৷ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷ পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেছেন অনেকে ৷ আসলে বিজেপির সঙ্গে বিরোধীদের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন কেউ কেউ ৷

মোদী মন্ত্রীসভার সদ্য প্রাক্তনী তথায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘‘দেশ স্বাধীনের পর থেকে কখনও কি এমন দৃশ্য দেখেছেন ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ছাতা ধরে আছেন ৷’’ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন গোটা দেশের কাছে আদর্শ ৷

https://www.facebook.com/BJPDebasreeChaudhuri/posts/1237570536673601

যদিও নিজের ছাতা নিজে ধরার জন্য এত ‘বাড়াবাড়ি’ করার কী আছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। তেমনই একজন বলেন, ‘এই ছবি নিয়ে এত মাতামাতি করার কী আছে, সেটাই ভাবছি! অভাবনীয় আচরণ? প্রকৃত ভালো আচরণ তখনই হবে, যখন মাননীয় প্রধানমন্ত্রী শুধু নিজেই কথা না বলে সকল সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*