সোমবার বৃষ্টি ভেজা সকালে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। আর অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতি বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই যাতে সব সাংসদ এবং দল সবথেকে কঠিন এবং তীক্ষ্ণ প্রশ্ন করুক, কিন্তু তার সাথে সাথে যেন সরকারকে সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়। এভাবেই গণতন্ত্র বেড়ে উঠবে। মানুষের বিশ্বাস বাড়বে, উন্নয়নের গতি বাড়বে।’
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সব দলনেতাদের কাছে আর্জি জানাচ্ছি যে তাঁরা আগামীকাল সন্ধ্যাবেলা সময় বের করতে পারলে অতিমারী নিয়ে বিশদে আমি সবার সামনে তথ্য তুলে ধরতে চাই। আমরা সংসের ভিতরে এবং বাইরে এই বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চাই।’
এদিকে দেশের টিকাকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘টিকা হাতে বা বাহুতে দেওয়া হয়। যাঁরা এটা নেন তাঁরা বাহুবলি। দেশে ৪০ কোটির বেশি মানুষ টিকা নিয়েছেন। এই অতিমারী গোটা বিশ্বে জাঁকিয়ে বসেছে। তাই সংসদে আমাদের এই বিষয়ে অর্থপূর্ণ আলোচনা করতে হবে।’
এদিকে জানা গিয়েছে যে অধিবেশন শুরু আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে বাকি বিজেপি বিরোধী দলের নেতারা অনানুষ্ঠানিক ভাবে বৈঠকে বসেনষ। অধিবেশনে তাঁদের রূপরেখা এবং পদক্ষেপ নিয়ে বিশদে আলোচনা হয়। সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা তৈরি হয় এই বৈঠকে।
Be the first to comment