আজ থেকে শুরু হল সংসদের বিশেষ অধিবেশন। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর কথায়, এটি একটি ঐতিহাসিক অধিবেশন।পাঁচদিনের এই অধিবেশন ‘ছোট হলেও গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন তিনি। পাশাপাশি, আগামিকাল অর্থ্যাৎ মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন থেকেই নয়া সংসদ ভবনে অধিবেশন হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এদিকে, সংসদের বিশেষ অধিবেশন শুরু হতেই বিশেষ অধিবেশনের আলোচনার বিষয় সম্পর্কে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানান, অধিবেশনের আলোচ্য বিষয়, সংসদের ৭৫ বছরের গৌরবময় যাত্রা। সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দিনভর আলোচনা হবে। লোকসভায় এই সংক্রান্ত আলোচনার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় এই দায়িত্ব পালন করবেন পীযূষ গোয়েল।
তৃণমূলের তরফে লোকসভায় বলবেন পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অধীর চৌধুরীর সাসপেনশন নিয়ে আজই রিপোর্ট পেশ করবে সংসদের প্রিভিলেজ কমিটি।
অধিবেশন শুরুর প্রাক্কালে পুরনো সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘ আগামিকাল গণেশ চতুর্থীর দিনে আমরা নতুন সংসদ ভবনে যাচ্ছি। গণেশের অপর নাম বিঘ্নহর্তা। তাই এবার থেকে আগামীদিন থেকে দেশের উন্নয়নে আর কোনও বাধা থাকবে না। নির্বিঘ্নে সব স্বপ্ন, সংকল্প ভারত পরিপূর্ণ করবে।’ পাশাপাশি মোদির সংযোজন, ‘এই অধিবেশনের মেয়াদ ছোট হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিরোধীদের উদ্দেশ্যে মোদি এদিন বলেন, “পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে এগিয়ে আসুন।” এর পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন।”
Be the first to comment