দীর্ঘ টালবাহানার পর কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার লখিমপুর খেরি-কাণ্ড নিয়েও সরকারের উপর চাপ বাড়াতে শুরু করল বিরোধী শিবির। শনিবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাতে লখিমপুর-কাণ্ডে কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনুর বাবা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তোলা হয়েছে। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের ক্ষতিসাধনকারীর বাবার সঙ্গে মোদীর একমঞ্চে থাকা উচিত নয় বলেও দাবি তুলেছেন প্রিয়াঙ্কা।
আর মাস তিনেকের মধ্যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার লখনউতে ডিজিপি সম্মলনে যোগ দেওয়ার কথা মোদীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে ওই সম্মেলনে থাকার কথা অজয়েরও। তা নিয়েই এদিন মোদীকে চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা। তাতে মোদীর উদ্দেশে তিনি লেখেন, লখিমপুরে কৃষক নরসংহার হতে দেখেছে গোটা দেশ ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ির নীচে কৃষকদের পিষে দিয়েছেন ৷ নিজেদের রাজনৈতিক স্বার্থে শুরু থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার , যা দেখে স্পষ্টতই মনে হচ্ছে যে, সরকার অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে ৷
প্রিয়াঙ্কার দাবি, লখিমপুরের পীড়িত কৃষক পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তিনি ৷ প্রত্যেকে চান, তাঁদের প্রিয়জন সুবিচার পান ৷ কিন্তু এত কিছুর পরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে অজয়কে দেখে আশাহত তাঁরা ৷ তদন্তের গতিপ্রকৃতি দেখেও আতঙ্কিত তাঁরা ৷ কারণ দেশের আইন-শৃঙ্খলা যাঁর হাতে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ অজয়ের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও অজয়ের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে ৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব আরও বহু গুণ বেশি বলে কার্যত মোদিকে মনে করিয়ে দেন প্রিয়াঙ্কা ৷
চিঠিতে রাজীব তনয়া লেখেন, ‘দেশের প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের প্রতি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল আপনি ৷ প্রত্যেক দেশবাসী যাতে ন্যায় বিচার পান, তা নিশ্চিত করা শুধু প্রধানমন্ত্রীর কর্তব্য নয়, নৈতিক দায়িত্বও বটে ৷ কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই পবিত্র মনে কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকালই আপনি জানিয়েছিলেন৷ তা সত্য হলে, লখিমপুর নরসংহার মামলায় পীড়িতদের ন্যায় বিচার পেতে সাহায্য করাও আপনার দায়িত্ব ৷ কিন্তু অজয় এখনও কেন্দ্রীয় মন্ত্রীর পদে আসীন ৷’
অজয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর একমঞ্চে থাকা উচিত নয় বলেও দাবি করেন প্রিয়াঙ্কার। তিনি লেখেন, আজকের সম্মেলনে যদি ওঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন আপনি, তাহলে পীড়িতদের কাছে একটাই বার্তা যায় যে, আপনিও খুনিদের আড়াল করার দলে সামিল ৷ তাতে সত্যাগ্রহে নেমে ৭০০-এর বেশি শহিদ কৃষকের অপমান হয় ৷ সত্যিই যদি দেশের কৃষকদের সমব্যথী হন আপনি, তা হলে আজকের সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে একমঞ্চে থাকবেন না আপনি এবং ওঁকে বরখাস্ত করবেন ৷ দেশের সর্বত্র কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করুন এবং শহিদ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিন ৷’
গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ির নীচে আন্দোলনকারী কৃষকদের পিষে দেওয়ার অভিযোগ উঠেছে অজয়ের ছেলে আশিসের বিরুদ্ধে ৷ বেশ কয়েক দিন লুকোচুরি খেলার পর ৯ অক্টোবর তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ আশিস-সহ ১৩ জন অভিযুক্ত এই মুহূর্তে জেলেই রয়েছে ৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসন ঢিলেমি করছে বলে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও ৷ বিরোধী শিবির তো বটেই, সাধারণ মানুষের তরফে দাবি উঠলেও এখনও কেন্দ্রীয় মন্ত্রীর পদে দিব্যি বসে রয়েছেন অজয়, যিনি খোদ কৃষকদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ায় অভিযুক্ত ৷ তানিয়ে এবার মোদির উপর চাপ বাড়ালেন প্রিয়াঙ্কা ৷
Be the first to comment