ভারতকে পুলিশরাজে পরিণত করে সমস্যার সমাধান হবে না, নজরদারি নিয়ে মোদিকে আক্রমণ রাহুলের

Spread the love

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। ১০টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেশের যে কোনও প্রান্তে, যে কোনও সময়, যে কোনও কম্পিউটারে নজরদারি চালানোর অধিকার দেওয়া হয়েছে। নজরদারি প্রসঙ্গে এবার নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধি। রাহুলের দাবি,মোদি একাধারে একজন স্বৈরাচারী যিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গোটা ভারতকে একটি পুলিশ স্টেশন বানিয়ে ফেললে সমস্যার সমাধান হবে না, বরং ১০০ কোটি মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে মোদি দেশে একনায়কতন্ত্র চালাচ্ছেন ও সেইসঙ্গে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, মন্তব্য রাহুলের ।

বৃহস্পতিবার নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গওবা। নির্দেশিকায় বলা হয়েছে, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ (১) ধারা অনুযায়ী,…দেশের যে কোনও প্রান্তে যে কোনও, যে কোনও সময়, যে কোনও কম্পিউটারে নজরদারি চালাতে পারবে ১০টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আইবি, র, সিবিআই, ইডি, এনআইএ, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টিলিজেন্স, ডিরেক্টরেট অফ সিগনাল ইনটিলিজেন্স এবং দিল্লির পুলিশ কমিশনার ৷ এই ১০টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই অধিকার দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*