নোট বাতিল ইস্যুতে আবারও মোদীকে একহাত নিলেন রাহুল

Spread the love

নোট বাতিল নিয়ে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মালয়েশিয়াতে একটি জনসভাতে দাঁড়িয়ে নোট বাতিলের তীব্র সমালোচনা করলেন সোনিয়া। এদিন রাহুল বলেন তাঁর কাছে যদি বিমুদ্রাকরণ বাস্তবায়িত করার কোনও ফাইল আসত, তাহলে তিনি নাকি সেটি দরজার বাইরে ডাস্টবিনে ফেলে দিতেন৷ রাহুল গান্ধীর রাহুল গান্ধী আরও বলেন, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, সেই সময় কেউ যদি আমাকে বিমুদ্রাকরণের ফাইল এনে আমার হাতে দিত তাহলে সেই ফাইলটা আমি সযত্নে ঘরের বাইরের ডাস্টবিনে ফেলে রেখে আসতাম।

প্রসঙ্গত, কুয়ালালামপুরে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়, তিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি কীভাবে সেটি বাস্তবায়িত করতেন? সেই প্রশ্নের উত্তরে ফের শাসক দলের প্রতি এভাবেই ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*