রামলালাকে কী উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী?

Spread the love

অযোধ্যায় ‘গৃহপ্রবেশ’ রামলালার। বহু বছরের প্রতীক্ষার অবসান ঘুচল ২২ জানুয়ারি। রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার। প্রাণ প্রতিষ্ঠার খুলে গেল রামলালার আবরণ। কেমন দেখতে রামলালার বিগ্রহ? মাথায় মণিমুক্ত খচিত হীরের মুকুট, কপালে টিকা,গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে রাজবেশে, ফুলে মালায় ঢেকে দেশবাসীর সামনে প্রথমবারের জন্য উন্মোচিত রামলালার বিগ্রহ। ধুতি-পঞ্জাবিতে সজ্জিত হয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুরু হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয় মঙ্গল ধ্বনিতে। মোদীর সঙ্গে ছিলেন আর এস এস প্রধান মোহন ভাগবত, মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য গর্ভগৃহে প্রবেশের সময় মোদীর হাতে ছিল লাল কাপড়ে উপর বসানো রুপোর ছাতা। গর্ভগৃহে পুরোহিতের হাতে রুপোরে ছাতাটি তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গর্ভগৃহে বসে আতিথ্য গ্রহণ করেন। সেই সঙ্গে শুরু হয় প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানও। হিন্দু আচার-অনুষ্ঠানে, রুপার ছাতা দিয়ে দেবতাদের সাজানো এবং তাদের মহিমান্বিত করার জন্য উপস্থাপন করা হয়। মঙ্গল ধ্ওয়ানির মধ্যে রামলালার অভিষেক অনষ্ঠানের সূচনা হয়। দুপুর ১২টা ২৮ মিনিটে শুরু হয় প্রাণ-প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পান রামলালা। প্রাণ প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী ভগবান রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেন। পদ্ম অর্পণ করেন রামের পায়ে। পুজো শেষ হতে না হতেই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। হেলিকপ্টার থেকে রাম মন্দির চত্বরে ফুল বর্ষণ করা হয়। প্রাণ প্রতিষ্টার পর আরতি হয় রামলালার। রামের আরতি করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের লাইভ ভিডিয়ো শেয়ার করার সময় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অযোধ্যাধামে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠার অতিপ্রাকৃত মুহূর্ত সবাইকে আবেগাপ্লুত করে দেবে। এই ঐশ্বরিক কর্মসূচীর একটি অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জয় সিয়া রাম!’গর্ভগৃহে পুজোপাঠের সময় মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত। ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্দিরের। নতুন এই বিশাল মন্দিরটি সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি। মঙ্গলবার থেকে ভগবান রামের দর্শন করতে পারবেন সকল ভক্ত। পীতাম্বর সাজে সজ্জিত রামের বিগ্রহ। হাতে রয়েছে তীর-ধনুক। সোনার বর্ম, কানের দুল এবং মালা দিয়ে শোভিত করা হয়েছে ভগবান রামকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*