মলদ্বীপ সফরে গিয়ে নব রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সলেহিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করার করার ইচ্ছে প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধান ।
ভারত মহাসাগরে নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি বজায় রাখার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ভারত ও মলদ্বীপ। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সলেহি। এছাড়াও সামরিক ব্যবস্থা ও সন্ত্রাসবাদ বিষয়ে একে অপরকে সাহায্য করবে দুই দেশ। নতুন সরকারের তরফ থেকে কিভাবে উন্নয়নকে ত্বরান্বিত করা যায় সেই বিষয়েও আলোচনা করেন মোদি ও সলেহি। বাসস্থান, পরিকাঠামো, পানীয় জল ও সেচ প্রণালী প্রভৃতি বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন সলেহি। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি-সলেহি।
Be the first to comment