করোনায় বাবা-মা বা অভিভাবকহারা অনাথ শিশুদের সমস্ত দায়িত্ব নেবে PM CARES। শুক্রবার কোভিডে বাবা-মা হারানো শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে তাদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা মোদী সরকারের।
আজ প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়, করোনার ছোবলে অনাথ হওয়া শিশুদের সমস্ত দায়িত্ব নিচ্ছে মোদী সরকার। PM CARES তহবিল থেকে বিনামূল্যে তাদের শিক্ষার ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে ১৮ বছর পর্যন্ত ৫ লাখ টাকার স্বাস্থ্যবিমার সংস্থান করা হবে।
১৮ বছর তাদের জন্য ১০ লাখ টাকা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ বছর পর্যন্ত প্রতি বছর ১০ লাখ টাকা করে পাবেন এই কোভিডে অনাথ সন্তানেরা। শুধু তাই নয়, এই শিশুরা বড় হওয়ার পর তাদের উচ্চশিক্ষার জন্যেও বিনা সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা করবে কেন্দ্র। কোভিডে অনাথ শিশুদের সমস্ত খরচ করা হবে PM CARES তহবিল থেকে।
Be the first to comment