মনমোহনের মৃত্যুতে শোকবার্তা মোদির, ‘মিস করবো তাঁর স্নেহ’ লিখলেন মমতা, ‘দেশ অন্যতম সেরা রাষ্ট্রনায়ককে হারাল’ লিখলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোকবার্তা জানান দেশের প্রধানমন্ত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী সকলেই। তাঁর প্রয়াণের খবরে একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী লেখেন, “দেশের একজন বিশিষ্ট নেতা ছিলেন ডঃ মনমোহন সিংজি ৷ তিনি একজন প্রথিতযশা অর্থনীতিবিদ হয়ে ওঠেন ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী-সহ সরকারের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি ৷ আমাদের অর্থনীতিতে তাঁর অবদান থেকেই যাবে ৷ সংসদে তাঁর কার্যকলাপও দূরদৃষ্টিসম্পন্ন ছিল ৷ আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি মানুষের জীবনে উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন ৷ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় আমি মাঝেমধ্যেই তাঁর সমালোচনা করতাম ৷ সে সময় আমি ছিলাম গুজরাতের মুখ্যমন্ত্রী ৷ প্রশাসন সংক্রান্ত নানাবিধ বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথোপকথন হত ৷ তাঁর জ্ঞান এবং মানবিকতা সবসময় চোখে পড়ত ৷ এই শোকের সময় ডঃ মনমোহন সিংজির পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷”
Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His wisdom and humility were always visible.

বাংলার মুখ্যমন্ত্রী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি-র আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত ছিল, এবং তাঁর দ্বারা দেশে চালু হওয়া আর্থিক সংস্কারের গভীরতা সর্বত্র স্বীকৃত। দেশ তাঁর নেতৃত্বকে মিস করবে, আর আমি মিস করব তাঁর স্নেহ। তাঁর পরিবার, বন্ধু এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

অন্যদিকে, এই মৃত্যু সংবাদ পাওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন দেশ অন্যতম সেরা রাষ্ট্রনায়ককে হারাল। এদিন তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ ভারত তার অন্যতম সেরা রাষ্ট্রনায়ককে হারাল। ডাক্তার মনমোহন সিং-এর উত্তরাধিকার শুধুমাত্র তাঁর প্রধানমন্ত্রীত্বের গৌরবময় অধ্যায়েই সীমাবদ্ধ নয়। দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের পথপ্রদর্শক আর্থিক সংস্কারের রূপকার, ডাক্তার সিং নীরব শক্তি দিয়ে নেতৃত্ব দিয়েছেন, প্রমাণ করেছেন যে নেতৃত্ব মানে ভলিউম নয়, দৃষ্টিভঙ্গি। তাঁর পরিবার এবং এই গভীর শোকের সময় শোকাহত সকলের প্রতি আমার চিন্তা ও প্রার্থনা রইল।”

বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে একসময় মনমোহন এবং মমতার মধ্যে মতানৈক্য দেখা দেয়। কিন্তু রাজনৈতিক সৌজন্য বজায় ছিল। নিয়ম করে মনমোহনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পোস্ট করতে ভুলতেন না মমতা। আবার রাজনীতিক এবং প্রশাসক মমতার প্রশংসা করেছেন মনমোহনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*