“রামরাজ্য প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব”: মোহন ভাগবত

Spread the love

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমাপ্ত। এবার রাম রাজ্য আসছে। এই অবস্থায় দেশের সকলকে বিবাদ পরিহার করার পরামর্শ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সোমবার (২২ জানুয়ারি), অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর, জনসভায় বক্তৃতা দিতে গিয়ে ভাগবত জানান, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী মোদী একাই তপস্যা করেছেন। এবার, রামরাজ্য আনার জন্য সকলকে তা করতে হবে। তিনি আরও বলেন, অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের আত্ম-অহংকার ফিরে এসেছে। ভাগবত আরও জানান, এদিনের অনুষ্ঠানটি এক নতুন ভারতের প্রতীক। যে ভারত বিপর্যয়ের সময় মাথা তুলে দাঁড়াবে এবং সমগ্র বিশ্বকে মুক্তি দেবে।

মোহন ভাগবত বলেন, আজ রাম লালা ৫০০ বছর পর অযোধ্যায় ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় আমরা আজ এই সোনালী দিন দেখতে পাচ্ছি। আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ দেশের প্রতিটি এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে। যারা এই দিনটি সম্ভব করেছেন তাদের ত্যাগের কথা আমরা ভুলতে পারি না। আমাদের এখন অনেক বড় দায়িত্ব। আমাদের সব বিবাদের অবসান ঘটাতে হবে। এখন দেশে রামরাজ্য আনতে হবে।

মোহন ভাগবত আরও বলেন, অযোধ্যায় ভগবান রামের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের হৃত গৌরবও ফিরে এল। এটা এক নতুন ভারতের উত্থান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুদ্ধ হওয়ার জন্য সন্ন্যাসীর মতো উপবাস করেছেন। তিনি রামের পথে চলেছেন। এটা এক নতুন ভারতের সূচনা চিহ্নিত করল।
তিনি বলেন, আমি নরেন্দ্র মোদীকে দীর্ঘদিন ধরে চিনি। উনি তপস্বী। তাঁর তপস্যাতেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল। কিন্তু, তিনি তো তপস্যা করলেন, আমরা কী করব? প্রধানমন্ত্রী মোদী তাঁর কাজ শেষ করেছেন। এখন আমাদের তপস্যার পালা।

তিনি বলেন, ধর্মের পথে চলার চার মূলনীতি হল – সত্য, করুণা, দয়া ও তপস্যা। বর্তমান সময় অনুযায়ী এগুলির বাস্তবায়ন করতে হবে। সবাইকে সমান চোখে দেখতে হবে। আমাদের দম্ভহীন হতে হবে। আমাদের উচিত মানবতার সেবা করা। তার জন্য সদয় এবং ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং অন্যের মতামতকে সম্মান করুন।
[2আরএসএস প্রধান বলেন, আমাদের দেশকে বিশ্বগুরু করতে হবে। যে ধর্মস্থাপনা করতে চেয়েছিলেন রাম, সেই ধর্ম স্থাপনা করতে হবে। রামলালা এসেছেন আমাদের উৎসাহ দিতে। এই ব্রত নিয়ে যদি আমরা এখান থেকে ফিরে যাই, তাহলে মন্দির নির্মাণ হতে হতে ভারত বিশ্বগুরুতে পরিণত হবে।
[22/01, 6:03 pm] Arpan: রামরাজ্য প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*