“এর জন্য আমি জেলে যেতেও প্রস্তুত। জেলেও যেতে চাই।”
ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। লোকসভায় দাঁড়িয়ে এভাবেই শাসক বিজেপিকে হুঙ্কার কৃষ্ণনগরের সাংসদ। কিন্তু কেন এমন মন্তব্য করলেন মহুয়া?
তৃণমূল সাংসদের অভিযোগ, “চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুধুমাত্র বিজেপি সাংসদদেরই কথা বলার সুযোগ দিয়েছেন। বিরোধী পক্ষের কোনও সাংসদকে তিনি কথা বলার বা আলোচনার সুযোগ দেননি। লোকসভার অধ্যক্ষকে নিশানা করে তৃণমূল সাংসদের তোপ, ”দেশে গণতন্ত্র বিপন্ন। এভাবে চলতে পারে না।”
এ প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেলে ক্ষুব্ধ মহুয়া মৈত্রন লিখেছেন, “গত ৩ দিন ধরে দেখছি অধ্যক্ষ ওম বিড়লা শুধুমাত্র বিজেপি সাংসদদের মাইকে বলার সুযোগ দিচ্ছেন। আর তারপরই সংসদ মুলতুবি করে দিচ্ছেন। বিরোধীপক্ষের কাউকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছেন না। গণতন্ত্র বিপন্ন। আর অধ্যক্ষ সামনে থেকে সেই নেতৃত্ব দিচ্ছেন। এখন এই টুইট করার জন্য আমি জেলে যেতেও প্রস্তুত আছি।”
Be the first to comment