অমিত শাহকে সরিয়ে দিয়ে, দায়িত্ব দেওয়া হোক নিতীন গডকড়ির হাতে। ৫ রাজ্যের বিধানসভার হারের দায় অবশ্যই অমিত শাহের নেওয়া উচিত। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ও সাধারণ সম্পাদক ভাইয়াজী যোশীকে চিঠি লিখে আবেদন জানালেন মহারাষ্ট্রের কৃষক নেতা কিশোর তেওয়ারি। তিনি অবশ্য মহারাষ্ট্র সরকারের বসন্তরাও নায়েক শেটি স্বলম্বন মিশনের চেয়ারম্যান। একজন মন্ত্রীর সমান সুযোগ সুবিধাও পেয়ে থাকেন। চিঠিতে তিনি সঙ্ঘ পরিচালকদের উদ্দেশে লেখেন, কেন্দ্রীয় নেতাদের উদ্ধত আচরণই খারাপ ফলালের জন্য দায়ী।
নোটবাতিল, জিএসটি, তেলের দাম বৃদ্ধি প্রভৃতি বিষয়কে ভালোভাবে নেয়নি সরকার। দল চলছে মোদি, শাহের ইশারায়। নতুন সর্বজনগ্রাহ্য নেতা প্রয়োজন। অমিত শাহের উচিত দায়িত্ব নীতিন গডকড়ির হাতে তুলে দেওয়া। কারণ, তাঁর মধ্যে যোগ্য নেতৃত্বের সমস্ত গুণাগুন রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের কারণে নীতিন গডকড়িকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপ প্রধান পরে নিজেপ ভুল স্বীকার করেছেন। তাহলে কেন তাঁকে আবার ফিরিয়ে আনা হবে না।
উত্তরপ্রদেশের জয়কে কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের বলে দাবি করতে পারে। তাহলে পরাজয়ের দায়ও তাঁদের নেওয়া উচিত। এটা পরিষ্কার ২০১৯ সালে পুরো শক্তি নিয়ে ফিরতে পারবে না বিজেপি। তাই এখন সময় এসেছে আত্ম সমালোচনার। যদিও কিশোরের তিওয়ারির বক্তব্যকে আমল দিতেই নারাজ আরেক বিধায়ক রাজ পুরোহিত। তিন বলেন, কে তিওয়ারি? কতজন চেনেন তাকে?
Be the first to comment