বিশ্বাস করে তাঁর হাতে টাকা তুলে দিতেন আমানতকারীরা। পোস্টঅফিসে জমা রাখার জন্য। অভিযোগ, সেই টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। প্রায় ৬০ লক্ষ টাকা তছরুপের অভিযোগে সুখচর পোস্ট অফিসের এজেন্ট সুজাতা দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯০ সাল থেকে এই পেশার সঙ্গে জড়িত খড়দহের টিএন ব্যানার্জি রোডের বাসিন্দা সুজাতা দাস। অঞ্চলের কয়েক হাজার আমানতকারী সুজাতার কাছে পোস্ট অফিসের খাতা খোলেন। সবাই বিশ্বাস করতেন তাঁকে। পোস্ট অফিসের পাসবইও থাকতো ‘দিদি’র কাছে। এত দিন সমস্যাও হয়নি কারও।
আমানতকারীদের অভিযোগ, গত তিন বছর ধরেই টাকা নয়ছয় করেছেন সুজাতা। কারণ তখন থেকেই নিয়মিত টাকা জমা দেননি তিনি। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর টাকা পাননি তাঁরা। পাওনা টাকার খোঁজ করতে গেলে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হতো। মাঝে কিছুদিন সুজাতাকে বাড়িতে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তাঁরা। এরপরেই বিষয়টি খড়দা থানায় জানান স্থানীয় বাসিন্দারা।
শনিবার রাতে পুলিশ সুজাতাকে তাঁর বাড়িতে নিয়ে এলে আমানতকারীদের ভিড় ভেঙে পড়ে তাঁর বাড়িতে। পাওনা টাকা আদায়ের জন্য দলে দলে ভিড় করেন তাঁরা। টাকার দাবিতে শুরু হয় বিক্ষোভ।
নিজের বাড়ি বিক্রি করে হলেও আমানতকারীদের টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দেন সুজাতা। তখনকার মতো বাড়ি ফিরে যান সবাই।
Be the first to comment