আজ থেকে সংসদের বাদল অধিবেশন, শুরুতেই হাঙ্গামার আশঙ্কা

Spread the love

সোমবার থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু। বাদল অধিবেশনে ২৯টি বিল পেশ পেশ হতে চলেছে, তার মধ্যে ২৪টি নতুন বিল। সাম্প্রতিক বেশকিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাদল অধিবেশন অত্যান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলগুলি সরব হচ্ছে।

কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সংসদে বিরোধীরা যাতে জোরালো আওয়াজ তুলতে না পারে, তার জন্য জারি করা হয়েছে নানান ফরমান। সংসদে শব্দ ব্যাবহার নিয়েও দেওয়া হয়েছে ফতোয়া। এমনকি সংসদ চত্বরে ধরণা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রয়াত্ব শিল্প বেসরকারি করণ সহ গ্যাস, পেট্রোল, বিদেশ, ভোজ্য তেলের দাম বৃদ্ধি সহ কেন্দ্রের একাধিক  জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তূতি নিচ্ছে। মোদি সরকারের আমলে বেকারত্বের হার যেভাবে বেড়েছে তাকে হাতিয়ার করে সংসদে গলা ফাটাতে প্রস্তূত তৃণমূল কংগ্রেস। এখন দেখার বিষয় বিরোধীরা সংসদের ভিতরে, বাইরে তাদের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে পারে কি না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*