করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে

Spread the love

করোনা আক্রান্ত বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সেখানে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সারা রাত হাসপাতালে ছিলেন ৷

সৌরভের মা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ সেই কারণে করোনা পরীক্ষা করানো হয় ৷ সেই পরীক্ষার রিপোর্টই পজিটিভ আসে ৷ এর পরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় পরিবারের তরফে ৷ জানা গিয়েছে, সোমবার রাতে সামান্য শ্বাসকষ্টও হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়কের মা-এর ৷ সেই কারণে হাসপাতালে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-এর চিকিৎসায় ৪ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল গঠন করা হয়েছে ৷ যে চিকিৎসক দলে রয়েছেন, সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, অঙ্কন বন্দ্যোপাধ্যায় এবং সৌপ্তিক পাণ্ডা ৷ তাঁরা প্রতিনিয়ত নিরূপা গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ৷

তবে, তাঁর ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা রয়েছে ৷ কো-মর্বিডিটির কারণে তাঁর শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে ৷ তবে, কো-মর্বিডিটির রোগগুলি নিয়ন্ত্রণে রয়েছে ৷ গতকাল রাতেই তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করানো হয় ৷ সূত্রের খবর, পরিবারের লোকজন হাসপাতালে রয়েছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সারা রাত হাসপাতালে ছিলেন ৷ প্রসঙ্গত, এ বছরের শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি-র যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তবে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*