করোনার দ্বিতীয় ঢেউয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষাবাতিল হয়েছে৷ পরীক্ষা না হওয়ায়, নবম শ্রেণির পরীক্ষার গড় ও দশম শ্রেণিতে স্কুলের ইন্টারন্যাল ফর্মেটিভ ইভ্যালুয়েশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মাধ্যমিকের মার্কশিট তৈরি হয়েছে৷
সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১২ লাখ। তার মধ্যে ৯ লাখ ৯৬ হাজার নিয়মিত পরীক্ষার্থী। বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর প্রায় সবাই উত্তীর্ণ হবে, সেটা নিশ্চিত। কারণ-যাঁরা নবমে উত্তীর্ণ হয়েছিল, তারাই এবার মাধ্যমিক পরীক্ষার্থী।
আজ সকাল ১০টা থেকেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে নম্বর জানতে পারবেন ছাত্রছাত্রীরা৷ পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
Be the first to comment