প্রকাশিত হল মাধ্যমিকের ফল, রাজ্যে পাশের হার ১০০ শতাংশ ; ৭৯ জন প্রথম স্থানে

Spread the love

বেনজির ফলাফল প্রকাশ হল মাধ্যমিক পরীক্ষার। এই প্রথম রাজ্যে পাশের হার ১০০ শতাংশ। যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে শিক্ষামহল। একইসঙ্গে এবছর মোট ৭৯ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯৭। আজ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করলেন মাধ্যমিক শিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

এবছর মোট ১০ লাখ ৭৯ হাজার ৭৪৯ পরীক্ষার্থীর ফলপ্রকাশ হল। যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লাখ ৬৫ হাজার ৮৫০। ছাত্রীর সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৪৯ । গতবছরও অতিমারির কোপ পড়েছিল মাধ্যমিক পরীক্ষার উপর। ২০২০ সালে রাজ্যে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এ বছর সেখানে পাশের হার ১০০ শতাংশ। এ বছরও কোনও মেধা তালিকা প্রকাশিত হল না। সকাল ১০টার পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। মার্কশিট নিতে হবে অভিভাবকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*