মিস্টার ব্যালট-এই নামে বিমানের বিজনেস ক্লাসে টিকিট বুকিংয়ের কাজ শেষ হল। এইবার মিস্টার ব্যালট বুধবার বিমানের চেপে দিল্লি থেকে কলকাতায় আসছে কঠোর পুলিসি নিরাপত্তার মধ্যে দিয়ে। দমদম বিমানবন্দরে মিস্টার ব্যালট নামার পর তাকে বিশেষ পুলিসি পাহারায় বিধানসভা ভবনে পৌঁছে দেয়া হবে। মিস্টার ব্যালটের সামনে এবং পিছনে থাকবে লালবাজারের পাইলট গাড়ি। তার মাঝে থাকবেন সিআরপিএফের জওয়ানরা।
আগামী ১৮ তারিখ দেশের রাষ্ট্রপতি নির্বাচন। সেই জন্য বিধানসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তৈরি হয়েছে স্ট্রং রুম। সেখানেই রাখা হবে মিস্টার ব্যালটকে। নির্বাচন হয়ে যাবার পর মিস্টার ব্যালটকে আবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে দমদম বিমানবন্দরে পৌঁছে দেয়া হবে।
লালবাজারের একজন পুলিস কর্তা জানান, ব্যালটের জন্য বিশেষভাবে বিমানে টিকিট কাটা হয়েছে। তার জন্য বিমানেও নিরাপত্তার দায়িত্বে থাকছে সিআরপিএফ। এছাড়া ভোটের জন্য বিধানসভায় দুজন ডিসির নেতৃত্বে ডিউটিতে থাকবেন কলকাতা পুলিসের কর্মীরা।
Be the first to comment