রাজ্যপাল থেকে বিধানসভার স্পিকার। সর্বত্র ঘুরেও মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান হওয়া আটকাতে পারেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাই দলত্যাগ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ খারিজ করতে আদালতে মামলা ঠুকল বিজেপি। ইতিমধ্যেই খসড়া তৈরির কাজ শেষ করেছে বিজেপির পরিষদীয় দল।
আজ, মঙ্গলবারই এই মামলার শুনানি হবে বলে খবর। আদালতে আবেদনের সঙ্গে পেশ করা হয়েছে—মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার মিডিয়া ফুটেজ, খবরের কাগজের কাটিং, মুকুল রায়ের টুইটারের স্ক্রিনশট এবং সিডি–ভিডিও ফুটেজ। এগুলি জমা দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়–সহ শীর্ষনেতারা নয়াদিল্লিতে রয়েছেন। তার মধ্যেই মোক্ষম চালটি চেলে দিয়েছে বিজেপি। বিধানসভার রুল বুকের ৩০২ ধারা অনুযায়ী, আনুপাতিক হারে পিএসি কমিটির সদস্য নির্বাচিত হয়। রুল বুকে থাকা বিধি এখানে মানা হয়নি বলে বিজেপি’র অভিযোগ। নিয়ম অনুযায়ী, ১৪:৬ অনুপাতে কমিটির সদস্য নিবার্চন হতে পারে। আর এখানে ১৩:৭ অনুপাতে করা হয়েছে।
মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবি জানিয়ে মামলা করা হয়। তারপর মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে তাঁর বিধায়ক পদ খারিজেরও আবেদন করা হয়। মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে যে মামলা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলছে, তাতে সন্তুষ্ট নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে এই বিষয়ে কয়েকদিন আগে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওরা যেখানে খুশি যাক না।’
Be the first to comment