সোমবার সন্ধে থেকে তাকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা, যা বজায় ছিল মঙ্গলবারও। বাংলার রাজনৈতিক বৃত্তে দিনভর আলোচনার কেন্দ্রে মুকুল রায়ের ‘অন্তর্ধান রহস্য’। মঙ্গলবার মুকুলপুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক বৈঠক করে ‘রাজনীতি’, ‘বড় টাকার খেলা’ বলে একাধিক অভিযোগ তুলেছেন।শুভ্রাংশু যাই বলুন না কেন, মুকুল রায়কে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার। কে জড়িত আছে, শুভ্রাংশু যা বলছে, তার ভিত্তি আছে।বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। যে এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ! সেটা নিয়ে কিছু বলার নেই।”
মুকুলপুত্র এই পুরো ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন।বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন কুণালও। তৃণমূল মুখপাত্র বলেছেন, শুভ্রাংশু যা বলেছে তাতে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক না। সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক না। আগে তো বলতে পারতেন যে সিবিআই অভিষেককে নিয়ে যা করছে, সেটা অন্যায়। বলেননি তো। আর মুকুলবাবু তো কিছু বলেননি অভিষেকের কথা। এখন ওঁর ছেলে কেন বলছেন?
প্রসঙ্গত, উদ্বিগ্ন শুভ্রাংশু আগেই বিমানবন্দর থানায় অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে স্থানীয় বিজেপি নেতা পীযূষ কানোড়িয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।বিষয়টি নিয়ে কুণাল বলেন,পুলিশ তো তদন্ত করবেই। না করলে তো আবার বলবে তদন্ত করছে না। মুকুল রায় বিভিন্ন স্তরের মায়াবী শিল্পের তারকা।
Be the first to comment