বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুকুল রায়ের নাম ঘোষণা হতেই তীব্র হই হট্টগোল শুরু হয় বিধানসভায় ৷ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি ৷
পিএসি চেয়ারম্যানের পদটি বিরোধী দলের কোনও বিধায়ককে দেওয়াটাই বিধানসভার রীতি ৷ মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক ৷ আর শাসক দলের এই কৌশলেরই তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, বিজেপি-র তরফে মুকুল রায়ের নাম পিএসি চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয়নি ৷ তা সত্ত্বেও মুকুল রায়কে এই পদে এনে বিধানসভার ঐতিহ্য ভাঙল তৃণমূল কংগ্রেস ৷ বিধানসভার অধ্যক্ষ বিরোধীদের মতামতকে গুরুত্ব না দিয়ে ক্ষমতার জোরে রীতি ভেঙেছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা ৷
পাশাপাশি এদিন রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করে বিরোধী দলনেতা আরও বলেছেন, ‘এই সরকার ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেনি। এই সরকার আমফানের দুর্নীতির তদন্ত করে না, তদন্ত হয় কোর্টের নির্দেশে। যত ক্ষমতা আছে ভোগ করুক তৃণমূল, কারণ এবারই ওদের মেয়াদ শেষ। বিধানভায় শাসক-বিরোধী সম্পর্ক ভাঙল শাসকদল। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার লক্ষ্যে বিজেপি অঙ্গীকারবদ্ধ।’
যদিও শুভেন্দুর এই অভিযোগকে মানতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তাঁর দাবি, বিরোধী দলকে পিএসি চেয়ারম্যানের পদ দিতে হবে এমন কথা আইনে লেখা নেই ৷ যদিও এটা রীতি হতে পারে বলে স্বীকার করে নিয়েছেন তৃণমূল সাংসদ ৷ মুকুল রায়ই পিএসি চেয়ারম্যান পদে যোগ্যতম বলেও দাবি করেন তিনি ৷
Be the first to comment