ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায় ৷ আর এই নিয়ে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে বিজেপির কাছে ৷ সম্প্রতি সংবাদমাধ্যমকে এই কথাই জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার সেই তথ্যপ্রমাণ বিধানসভার অধ্যক্ষের কাছে পেশ করতে চলেছে বিজেপি ৷ গেরুয়া শিবির সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷
ওই সূত্র জানাচ্ছে যে এই নিয়ে রীতিমতো একটি ভিডিয়ো সিডি প্রস্তুত করছে বিজেপি ৷ সেখানে মুকুল রায়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের সমস্ত তথ্যপ্রমাণ তুলে ধরা হবে ৷ পাশাপাশি বিজেপি থেকে কয়েকজনকে তৃণমূলে যোগদান করানোর ফুটেজও থাকছে ওই ভিডিয়োতে। একই সঙ্গে মুকুল রায়ের তৃণমূলে যোগদান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের নমুনাও সঙ্গে রাখছে বিজেপি। ওই ভিডিয়ো সিডি তৈরি হচ্ছে একাধিক বর্ষীয়ান আইনজীবীর পরামর্শ মতো ৷
প্রসঙ্গত, সব বিবাদের মূলে রয়েছে মুকুল রায়ের বিধায়ক পদ ৷ এই প্রথম তিনি বিধায়ক হয়েছেন ৷ এমনকী, জনতার ভোটে এই প্রথম তিনি জিতেছেন ৷ কিন্তু সেই জয় এসেছে পদ্ম-প্রতীককে সামনে রেখে ৷ অথচ মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগদান করেছেন ৷
দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়া উচিত ৷ তাই মুকুল রায়ের বিধায়ক খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ আগামিকাল, শুক্রবার দুপুর দু’টোয় এই নিয়ে শুনানি রয়েছে ৷ আর সেখানেই মুকুল রায়ের দলত্যাগ নিয়ে সমস্ত তথ্য প্রমাণ বিজেপি জমা দেবে বলে সূত্রের খবর ৷
প্রসঙ্গত, যে কোনও বিধায়কের পদ খারিজ হওয়া উচিত কি না, তা নির্ধারণ করার এক্তিয়ার থাকে একমাত্র বিধানসভার অধ্যক্ষের ৷ গত ষোড়শ বিধানসভায় এক বিধায়কের পদ খারিজ নিয়ে ২৩ বার শুনানি হয়েছিল ৷ কিন্তু তার নিষ্পত্তি হয়নি ৷ তাই বিধানসভার বিরোধী দলনেতা (Leader Of Opposition) এই নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে বারবার শুনানিতে তিনি যাবেন না ৷ প্রয়োজনে বিচারব্যবস্থার দ্বারস্থ হবেন ৷
তবে রাজনৈতিক মহলের মতে, মুকুল রায় দল ভাঙানোয় সিদ্ধহস্ত ৷ এর আগে তৃণমূলে থাকার সময় তিনি কংগ্রেস ভেঙেছেন ৷ বিজেপিতে থাকার সময় তৃণমূল ভেঙেছেন ৷ তাই এবার তৃণমূলের হয়ে তিনি বিজেপি বিধায়কদের ভাঙানোর চেষ্টা করতে পারেন ৷ সেটা আঁচ করেই আগে থেকে এই ইস্যুতে কড়া ভূমিকা নিতে চাইছে বিজেপি ৷ যাতে অন্য কোনও বিধায়ক দল ছেড়ে যাওয়ার কথা না ভাবে ৷
Be the first to comment