শিয়ালদা মেন লাইনে একাধিক ট্রেন বাতিল, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে সাবওয়ের কাজের জন্য করা হবে পাওয়ার ব্লক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আজকেও শিয়ালদহ মেইন লাইন এ বাতিল হওয়া ট্রেন এর লিস্ট অনেক লম্বা। যার ফলে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের।কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে তৈরি হবে সীমিত উচ্চতায় সাবওয়ে! আর এই কাজের জন্য ফের করা পাওয়ার ব্লক। ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। একই সঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে লেভেল ক্রসিং গেট বন্ধ করে সাবওয়ে নির্মাণ করছে রেল। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চলাফেরা যাতে আরও সুবিধা হয় সে কথা ভেবেই সাবওয়ে তৈরির সিদ্ধান্ত বলে পূর্ব রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই সাবওয়ে নির্মাণ হলে যাত্রীরা অনেক বেশি নিরাপদে চলা ফেরা করতে পারবে বলেও মনে করা হচ্ছে। আর এই কাজের জন্য শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়েছে।
প্রায় ৬ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে বলে জানা যাচ্ছে। এর ফলে সেদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে সেদিন ঘুরপথে চালানো হবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা যায়। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি কৃষ্ণনগর-লালগোলা আপ এবং ডাউন লাইনে বাতিল থাকবে। বাতিল থাকবে লালগোলা-শিয়ালদহ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১৭৭৩ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার মুরাগাছা পর্যন্ত চলবে। লালগোলার পরিবর্তে মুরাগাছা পর্যন্ত চলবে ৩১৭৬৮ লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার। একই ভাবে মুরাগাছা পর্যন্ত চলবে রানাঘাট-লালগোলা ইএমইউ প্যাসেঞ্জারও। অন্যদিকে লালগোলা-রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে মুরাগাছা পর্যন্ত চলবে। এছাড়াও আরও একাধিক ট্রেন রদবদল করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*