মুম্বই হামলার দশকপূর্তির দিন আমেরিকা জানিয়ে দিল মূল চক্রান্তকারীরা এখনও ধরা পড়েনি। পাকিস্তানকে তারা বলেছে, এই বর্বর আক্রমণের পিছনে যারা আছে, সেই লস্কর ই তৈবা ও অন্যান্য জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ওই আক্রমণের চক্রান্তকারীদের সম্পর্কে কেউ কোনও খবর দিতে পারলে তাকে ৫০ লক্ষ মার্কিন ডলার বা ৩৫ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর মুম্বইয়ে ওই হামলায় ১৬৬ জন মারা গিয়েছিলেন। নিহতদের মধ্যে ৬ জন আমেরিকান। দশজন সন্ত্রাসবাদীর মধ্যে আজমল কাসভ ধরা পড়ে। তার ফাঁসি হয়েছে। মার্কিন স্বরাষ্ট্রদফতর বলেছে, আমেরিকা চায় দোষীদের দ্রুত বিচার হোক। দশবছরেও দোষীদের সাজা না হওয়ায় আমেরিকা ক্ষুব্ধ। এর আগে ২০১২ সালে আমেরিকা লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদ ও হাফিজ রহমান মাক্কির খবরের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। ২০০১ সালেই আমেরিকা লস্করকে বিদেশি জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করেছিল।
Be the first to comment