মঙ্গলবারই পৌর-নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে

Spread the love

পৌর নির্বাচন নিয়ে আদর্শ আচরণবিধি লাগু হতে পারে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ৷ সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, আপাতত কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন হবে ৷ সেই নিয়েই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করতে পারে ৷ সেখানেই ঘোষণা হতে পারে নির্ঘণ্ট। ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

সোমবার রাজ্য নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক ছিল ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার ও তাপস রায়। বিজেপি-র তরফে অর্জুন সিংহ ও রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা ৷ সূত্রের খবর, বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বিরোধীদের বক্তব্য যে সমস্ত পৌরসভার নির্বাচন করতে হবে এক সঙ্গেই। কেন কলকাতা ও হাওড়ার ভোট আলাদা করে হবে? তাছাড়া ভোটে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী সংরক্ষণ নিয়েও বিরোধীরা কমিশনের কাছে জানতে চান ৷ সূত্রের খবর, হাওড়ার ভোটে এম-১ ইভিএম ও কলকাতার ভোটে এম-২ ইভিএম ব্যবহার করা হবে ৷

যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ভোট ঘোষণার বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে কারণ, সব পৌরসভায় ভোট নিয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে ৷ সেই মামলার শুনানি রয়েছে আগামিকাল ৷ ওই শুনানিতে কমিশন ও রাজ্য সরকারের বক্তব্য জমা দেওয়ার কথা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*