অনিশ্চিত পুরভোট! হাইকোর্টে কমিশন জানিয়ে দিল এখনই বিজ্ঞপ্তি নয়

Spread the love

১৯ ডিসেম্বর আদৌ কলকাতা ও হাওড়ার পুরভোট হবে কি না তা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে এখনই তারা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, ইতিমধ্যে ভোট নিয়ে মামলা চলছে। তাই মামলা চলাকালীন কোনওরকম ভোটের বিজ্ঞপ্তি কমিশন জারি করবে না। এ বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল আদালত। নির্বাচন নিয়ে তারা কী ভাবছে, হলফনামায় সেটাই তুলে ধরতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।

কলকাতা হাইকোর্টে সম্প্রতি একটি মামলা দায়ের করে বিজেপি। সেখানে তারা জানায়, কেন শুধুমাত্র কলকাতা ও হাওড়ায় পুরভোট করাতে চাইছে রাজ্য সরকার? কেন বাকি পুরসভাগুলিতে এখনই ভোট করানো হবে না। প্রধান বিচারপতির এজলাসে মঙ্গলবার এই মামলা ওঠার পরই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় আপাতত এ বিষয়ে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি। একই সঙ্গে কমিশন জানিয়ে দেয়, আপাতত ভোটের কোনও বিজ্ঞপ্তি তারা জারি করছে না। অর্থাৎ ১৯ ডিসেম্বর ভোটের দিন কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল। রাজ্য সরকার-রাজ্য নির্বাচন কমিশন উভয় পক্ষই সায় দিয়েছিল।

কিন্তু নতুন করে আইনি জটিলতা তৈরি হল, তাতে আদৌ ১৯ তারিখ দুই পুরসভায় ভোট হওয়া সম্ভব কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ থাকছে। কারণ, এ মাসেই ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। কিন্তু আদালতে নির্বাচন কমিশনের আইনজীবী স্পষ্ট করে জানিয়ে দেন, যতদিন এই মামলা না শেষ হয় তারা বিজ্ঞপ্তি জারি করছে না।

মোট ১১২টি পুরসভায় ভোট হওয়ার কথা। এই তালিকায় রয়েছে কলকাতা ও হাওড়ার নামও। কিন্তু রাজ্য শুধুমাত্র এই দুই পুরসভাতেই ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ হয়। যা নিয়ে তীব্র আপত্তি তোলে বিজেপি। এদিন আদালত রাজ্য ও কমিশনের কাছে যে হলফনামা চেয়েছে, তাতে জানতে চাওয়া হয়েছে, কেন বাকি ১১০টি পুরসভায় ভোট করানো হচ্ছে না? হলে সেটা কবে হবে?

আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, “অর্ডার হাতে পাইনি। তাই বিষয়টা এখনও বলতে পারব না। তবে আমার তো মনে হয় না মামলার সঙ্গে ভোটের কোনও কিছু প্রকাশ না করতে পারার কোনও যোগ আছে বলে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*