কাকদ্বীপ ৮ নম্বর লট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গায় চ্যানেল কাটবে রাজ্য সরকার; পড়ুন!

Spread the love
এবার সাগর যাত্রা হবে আরও সহজ। কাকদ্বীপ আট নম্বর লট থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গায় চ্যানেল কাটবে রাজ্য সরকার। খরচ হচ্ছে একশো কোটি টাকা। সাগর মেলার সময়ই শুধু নয়, সারা বছর যােত ভেসেল পরিষেবা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই চ্যানেল কাটার কাজ হবে। কেন্দ্রের অধীনস্থ সংস্থার সঙ্গে সাত বছরের চুক্তি করেছে রাজ্য সরকার।
২০১৯ সালের ১০ জানুয়ারি থেকে সাগর মেলা শুরু হবে। কাকদ্বীপ আট নম্বর লট থেকে সাগর দ্বীপের কচুবেড়িয়া পর্যন্ত জলপথে যাতায়াতের চ্যানেলটিতে পলি জমে গিয়েছে। সেকারণে, প্রতিদিন জোয়ারের সময় জল বাড়লেই ভেসেলগুলিকে ঘুরপথে যাতায়াত করতে হয়। ভাটার সময় ভেসেল পরিষেবা দিনে কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হয়। সেকারণেই সাগর যাত্রায় যাতে কোনও বাধা না আসে, সেই লক্ষ্যেই উদ্যোগী রাজ্য সরকার। মুড়িগঙ্গায় গভীর খাত তৈরি করে কাকদ্বীপ আট নম্বর লট থেকে সাগরদ্বীপের কচুবেড়িয়া পর্যন্ত জলপথে ধারাবাহিক যাতায়াত সুনিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাগর মেলার সময় শুধু নয়, সারা বছরই ভেসেল পরিষেবায় কোনও বাধাই থাকছে না।
জানা গিয়েছে, ১০০ কোটি টাকা খরচে চ্যানেল কাটা হবে। কাকদ্বীপ লট-৮ থেকে সাগরদ্বীপের কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গায় চ্যানেল তৈরি হবে। কেন্দ্রের অধীনস্থ ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়া কে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে ওই সংস্থার ৭ বছরের চুক্তি হয়েছে। চ্যানেল তৈরির সঙ্গে সুরক্ষাতেও নজরদারি করবে ওই সংস্থা। ২২ নভেম্বর থেকে মুড়িগঙ্গার পলি সরানোর সঙ্গেই ৮০ চ্যানেল কাটার কাজ শুরু হবে।
এছাড়াও, কাকদ্বীপের লট ৮ এর ১ নম্বর থেকে ৪ নম্বর জেটি ঘাট পর্যন্ত মাঝখান বরাবর অনেকটা এলাকা জুড়ে চর তৈরি হয়েছে। তাই সমস্যায় পড়তেন ভেসেল চালক থেকে তীর্থযাত্রীরা। নিত্যযাত্রীদেরও ভোগান্তি কম হত না। তারপরই সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। যার জেরে স্থায়ী সমাধান হতে চলেছে। সারা বছরই পলি কাটার কাজ হবে। তাই আর ভেসেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*