মন্দারমনির বিলাসবহুল হোটেলে রহস্যজনক মৃত্যু ১ তৃণমূল নেতার

Spread the love

রোজদিন ডেস্ক :-  মন্দারমনির এক বিলাসবহুল হোটেলে রহস্য জনক মৃত্যু। আবুল নাসার নামে এক তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়েছে, তিনি আবার আমডাঙ্গার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলে জানা যাচ্ছে। এই রহস্য মৃত্যু ঘিরে দানা বেঁধেছে অনেক প্রশ্ন। তদন্তে নেমেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদের। যোগাযোগ করা হচ্ছে তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে।

সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে মন্দারমণি ঘুরতে গিয়েছিলেন ওই তৃণমূল নেতা। কিন্তু, তারমধ্যে আচমকা কী করে তাঁর মৃত্যু হল তা ভাবাচ্ছে সকলকেই। যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেখানে আরও একজন ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।

তবে এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক রং দেখছেন না আমডাঙার তৃণমূল নেতা তথা আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। তবে সক্রিয় কর্মীর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল বলে মনে করছেন। তবে রহস্য উদঘাটনে পুলিশি তদন্তের উপর আস্থা রয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*