জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গি, মোকাবিলায় জরুরি বৈঠক নবান্নে

Spread the love

বাংলায় বর্ষার মরশুম শুরু হলেও এখনও তেমন ভাবে ভারী বৃষ্টি দেখেনি শহর কলকাতা। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও বানভাসি হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। আর এই মরশুমে করোনা ও নাইরোবি ফ্লাইয়ের আতঙ্কের মাঝেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তাই এবার ডেঙ্গি নিয়ে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিশেষ সতর্কবার্তা জারি করল নবান্ন।

ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখতে এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত জেলাগুলির স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরদের ডেঙ্গি নিয়ে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে। জেলাগুলির পুরসভা ও পঞ্চায়েত এলাকায় ভেক্টর কন্ট্রোল টিমের অধীনে যাঁরা ভিলেজ রিসোর্স পার্সন হিসেবে কাজ করেন তাঁদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় কোথাও যাতে জমা জল না থাকে তাঁদের সেদিকে নজর রাখতে হবে। জমা জল থাকলে তা দ্রুত বের করতে হবে। এর জন্য ভিলেজ রিসোর্স পার্সনদের বাড়ি বাড়ি গিয়ে জমা জল থাকলে তা রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় সম্প্রতি রাজ্য সরকারের চিন্তার কারণ হয়েছে উঠেছে ডেঙ্গি আক্রান্তের বাড়বাড়ন্ত। এদিনের বৈঠকে এই জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিশেষ ভাবে সতর্ক করেন মুখ্যসচিব। পাশাপাশি ডেঙ্গি প্রতিশোধক কীটনাশক ব্যবহার নিয়েও স্বাস্থ্য দপ্তরকে তৎপর হতে বলেছে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*