সরকারী কর্মচারীদের জন্য সুখবর। যারা বাড়ি অথবা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন, দীর্ঘদিন কাজ করে টাকা পয়সা জমিয়েও কিনতে পারেননি পছন্দসই কোনও বাসস্থান। তাদের উদ্দেশ্যেই বলছি কোনও কিছুর ভয় না করে এবার কিনে নিন আপনার বাড়ি বা ফ্ল্যাট।
প্রসঙ্গত, কিছুদিন আগেও রাজ্যের উঁচু থেকে নীচু সব স্তরের কর্মীদের বাড়ি বা ফ্ল্যাট কেনার উর্দ্ধসীমা ছিল ৩০লক্ষ টাকা। কিন্ত এবার উঠে গেল সেই উর্দ্ধসীমা। বৃহস্পতিবার এক সরকারী বিজ্ঞপ্তিতে একথাই জানানো হলো। এবার আর বাড়ি অথবা ফ্ল্যাট কিনতে গিয়ে সরকারী কোনও সীমা, পরিসীমা বা টাকার অন্য কোনও অঙ্ক মাথায় রাখতে হবেনা। সাধ্যের মধ্যে নিজের পছন্দসই যেকোনও বাসস্থান এবার আপনি কিনে নিতেই পারেন। বৃহস্পতিবার নবান্নের এই সিদ্ধান্তে খুশী নীচু থেকে উঁচু সমস্ত তলার কর্মীরা।
Be the first to comment