রাজ্যে ১৫ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হলো

Spread the love

বৃহস্পতিবার নবান্নে বসে রাজ্য মন্ত্রীসভার বৈঠক। লোকসভা নির্বাচন ঘোষণার আগে সম্ভবত এটাই শেষ বৈঠক। এদিন মন্ত্রীসভার বৈঠক শেষে শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, রাজ্যে ১৫ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হলো। কুলপি পোর্ট এদিন ক্যাবিনেটে পাশ হলো। এই কুলপি বন্দর ১০ থেকে ১২ বছর ধরে পড়েছিলো। ডিপি ওয়ার্ল্ড নামক সংস্থা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বলে তারা এই পোর্টে বিনিয়োগ করতে চায়। পরে রাজ্য সরকারের আমলাদের সঙ্গে তাদের বৈঠকও হয় দুবাইয়ে এবং তারা রাজ্য সরকারকে প্রস্তাব দেয় যে তারা বন্দরে লগ্নি করতে চায় অর্থাৎ শিল্পন্নয়ন নিগমের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে কুলপি পোর্ট তৈরি নিশ্চিত হয়ে গেলো।

অমিতবাবু আরও বলেন, এক্ষেত্রে কোনও জমি অধিগ্রহণ করা হবে না। রাজ্যের নীতি অনুযায়ী SEZ নাকচ করে দেওয়া হয়েছে। অন্তত ৩ হাজার কোটি টাকা এই বন্দরে বিনিয়োগ হবে। ১০ হাজার প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে। এছাড়া বন্দর তৈরি হওয়ার পর এই কর্মসংস্থানের সংখ্যা যে আরও বাড়বে সে বিষয়ে আশাবাদী অমিত বাবু।

অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ৩৭টি জমি বরাদ্দ হলো। বোলপুরে বিশ্ববাংলা বাজারে ২৩টি জমি বরাদ্দ হলো। এখানে কাঁথা স্টিচ, গয়না প্রভৃতি হস্তশিল্পিরা তাদের ক্ষুদ্র শিল্প বিপণীর জন্য ২৩টি জায়গা পেলেন। এছাড়া রাজ্যের নানা স্থানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুলোতে আরও ১৪টি জায়গা শিল্পের জন্য বরাদ্দ হলো। এই শিল্প গুলি হল স্টিল, ডিজাইনার পোশাক, ধূপ ইত্যাদি। এক্ষেত্রে ৫ হাজার কর্মসংস্থান হবে অর্থাৎ ছোট ও বড় দুই শিল্প মিলিয়ে মোট ১৫ হাজারের বেশী কর্মসংস্থান হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*