জমি কিনে রেজিস্ট্রি করার সঙ্গে সঙ্গেই মিউটেশন করে নিতে হবে নতুন মালিকের নামে। প্রসঙ্গত, এতদিন জমি কেনার পর শুধু রেজিস্ট্রি ফেলে রেখে দেওয়া হত। তাতে রাজস্ব মার খেত সরকারের। তাই নতুন ব্যবস্থায় জমি কেনার সঙ্গে সঙ্গে অনলাইনে মিউটেশনের আবেদন করতে হবে। আবেদন করার ৪৮ ঘন্টার মধ্যে নতুন মালিক মিউটেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সিস্টেম চালু হলে জমির মালিকদের হয়রানি এড়ানোর পাশাপাশি রাজস্ব আদায়েও জোর পাবে land and land reforms department এর বলে মনে করছে নবান্ন। ২০১৮ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিস্টেম বলে জানা গেছে নবান্ন সুত্রে।
Be the first to comment