একাধিক জেলায় জেলাশাসক বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

সোমবার নবান্নে গিয়ে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এক ডজন জেলায় জেলাশাসক বদল করলেন তিনি। মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথনকে করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ওয়াই রত্নাকর রাওকে দেওয়া হয়েছে হুগলির দায়িত্ব। আবার হুগলির জেলাশাসক জে পি মীনাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক করে। হাওড়ার জেলাশাসক চৈতালী চক্রবর্তীকে করা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসক। বাঁকুড়ার জেলাশাসক মুক্তা আর্য্যকে দেওয়া হয়েছে হাওড়ার দায়িত্ব।

এছাড়া খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের যুগ্মসচিব উমা শঙ্করকে করা হয়েছে বাঁকুড়ার জেলাশাসক। জলপাইগুড়ির জেলাশাসক শিল্পা গৌরিসারিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের যুগ্মসচিবের দায়িত্ব। নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের যুগ্মসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের জেলাশাসক শুভাঞ্জন দাসকেও। তাঁকে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে।

শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্মসচিব ভি ললিথালক্ষ্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে কালিম্পংয়ের জেলাশাসকের। আর কালিম্পংয়ের জেলাশাসক বিশ্বনাথকে সেন্সাস (জনগণনা) দফতরের ডিরেক্টর করা হয়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য্যকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ দফতরের অতিরিক্ত সচিবের।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধিকর্তা বিজয় ভারতীকে করা হয়েছে পূর্ব বর্ধমানের জেলাশাসক। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সামলাবেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধিকর্তার দায়িত্ব। অর্থ দফতরের যুগ্মসচিব পবন কাদিয়ানকে নদিয়ার জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক অভিষেক তিওয়ারিকে করা হয়েছে জলপাইগুড়ির জেলাশাসক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*