দলের সংগঠন ও আমলা এবং পুলিশের শীর্ষ স্তরে রদবদল করার পর এবার মন্ত্রীসভাতেও রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকারনেই মন্ত্রীসভার রদবদল তথা শপথগ্রহণের জন্য সময় চেয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে চিঠি পাঠালো নবান্ন।
উল্লেখ্য, মন্ত্রীসভার সদস্যদের মধ্যে শুধু দফতর পরিবর্তন করতে হলে রাজ্যপালের সময়ের প্রয়োজন হয় না। নবান্নের পরামর্শ অনুযায়ী রাজ্যপাল তাঁর সরকারের মন্ত্রীসভায় দফতর বদলের বিষয়টি শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন মাত্র। কিন্তু রাজভবনের সময় চাওয়ার অর্থ, বর্তমান কয়েকজন মন্ত্রীকে মন্ত্রীসভা থেকে অপসারণ করবেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে নিয়ে আসবেন নতুন কয়েকজনকে।
Be the first to comment