পুজোয় টানা ১২ দিন ছুটি! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের

Spread the love

উৎসবের মরশুমের ছুটির রেশ এখনো কাটেনি। এরই মাঝে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের ছুটি থাকছে টানা ১২ দিন। শনি-রবি পড়ায় ছুটির তালিকা থেকে বাদ পড়েছে আট ছুটির।

অর্থ দফতর তিনটি ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় রয়েছে পাবলিক হলিডে। এরপরের তালিকায় রয়েছে এমন কয়েকটি ছুটি যা পাবলিক হলিডে নয় তবে রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটি পাবেন। তৃতীয় তালিকায় রয়েছে বিশেষ সম্প্রদায়ভিত্তিক ছুটি।

অর্থ দপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ২৬ জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজো একইদিনে পড়ায় ছুটির তালিকা থেকে কমে গিয়েছে একদিন। তবে এবছর একাধিক বিশেষ উৎসবের দিন শুক্রবার পড়ায় থাকছে একটানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ। যেমন, ৭ এপ্রিল গুড ফ্রাইডে ছাড়াও বিআর আম্বেদকরের জন্মদিন পড়েছে শুক্রবার। আবার পয়লা বৈশাখ ১৫ এপ্রিল শনিবার পড়ায় কমে গিয়েছে আরও একটি ছুটির দিন। আরেকটি লম্বা ছুটি পাওয়া যেতে পারে বুদ্ধ পূর্ণিমা ও রবীন্দ্র জয়ন্তীতে। ৫ মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা আর মঙ্গলবার ৯ মে রবীন্দ্র জয়ন্তী। সেক্ষেত্রে সোমবার ৮ তারিখের ছুটিটা অনুমোদন করাতে পারলেই একটানা পাঁচ দিনের ছুটি।

এছাড়া দোল, মহাবীর জয়ন্তী, রথযাত্রা, স্বাধীনতা দিবস মঙ্গলবার পড়ায় সোমবার অফিস কাটলে একটানা চারদিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে সরকারি কর্মীদের কাছে। একই সুযোগ মিলবে ১৪ ফেব্রুয়ারি। ঠাকুর পঞ্চান্ন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। দিনটি আবার মঙ্গলবার। অতএব আবারও লম্বা ছুটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*