মুখ্যমন্ত্রীর ধমকের পরই পুরুলিয়ার ২ বিএলআরও-কে বদলি নবান্নের

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই পুরুলিয়া জেলার ২ বি এল আর ও-কে সরিয়ে দিল নবান্ন। বদলি করা হল বলরামপুর বি এল আর ও সজল মালাকারকে। তাঁকে অ্যাসিস্ট্যান্ট এল আর ও করে  পাঠানো হল কোচবিহারে। একইসঙ্গে বদলি করা হল হুড়া বি এল আর ও অনুপম ভট্টাচার্য্যকে। তাঁকে অ্যাসিস্ট্যান্ট এল আর ও করে পাঠানো হল উত্তর দিনাজপুরে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করে নবান্ন।

গতমাসের ৩০তারিখ প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। সেখানেই জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের একশ্রেণির আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগকারীদের নিয়ে  বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী।জানা যায়, গ্রামের গরীব মানুষদের কাছ থেকে জমির মিউটেশন করার জন্য টাকা নিয়েছিল অভিযুক্ত ওই আধিকারিকরা। অভিযোগ করার কয়েকঘন্টা মধ্যেই বলরামপুর বি এল আর ও অফিসের সামনে ২ দোকানের মালিক ও ১ মহুরি সহ ৩ জনকে গ্রেফতার করে বলরামপুর থানার পুলিস।

পাশাপাশি বি এল আর ও হুড়া অফিসের ১ অস্থায়ী সুইপার সহ অফিসের সামনের এক জেরক্স দোকানের মালিককে গ্রেফতার করা হয়। মোট ৫ জনকেই পুলিস নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হুড়া থানার পুলিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*