রাজ্যে জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হল। শনিবার এই বিষয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। তবে জুটমিলে কর্মী সংখ্যা উপস্থিতির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তার পরই জারি করা হল এই বিজ্ঞপ্তি।
Be the first to comment