শহরে যে কোনও বিপর্যয় ঘটার পর যা হয়, এ বারেও তাই হলো। বৈঠক হলো, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বিদেশে। তাই তাঁর অনুপস্থিতিতে নবান্নে বসল মন্ত্রিগোষ্ঠীর বৈঠক।
বাগরি মার্কেটই প্রথম নয়। এ শহরে এর আগে ঘটেছে এমন বহু অগ্নিকাণ্ড। আর বাগরি মার্কেটের ঘটনা তো বারবার মনে করিয়ে দিচ্ছে নন্দরাম মার্কেটের ভয়াবহ স্মৃতি। সোমবারের বৈঠকের পর বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় দু’দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সোমবার দুপুরে নবান্নে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। সেখানেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, বুধবার ১৯ সেপ্টেম্বর ফের বসবে বৈঠক। নবান্ন সূত্রে খবর বাগরি মার্কেটে আগুন লাগার ঘটনায় আলাদা আলাদা করে তদন্ত করবে পুলিশ এবং দমকল। খতিয়ে দেখা হবে পুরসভার ভূমিকাও।
সোমবার, দমকলমন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এ বার শহরের প্রতিটি বাজার খতিয়ে দেখা হবে। প্রতিটি বাজারেই উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। ব্যবস্থা না থাকলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। শোনা হবে না কোনও অজুহাত।
Be the first to comment