রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার বিকেল ৫টা থেকে শুরু হবে ওই বৈঠক। নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের নিয়ে হবে ভার্চুয়াল বৈঠক। পয়গম্বর বিতর্ক ঘিরে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে গত বৃহস্পতিবার থেকে। হাওড়ায় পুলিস কমিশনার এবং গ্রামীণ পুলিস সুপারকে শনিবার সরিয়েও দেওয়া হয়। রাজ্য সরকার কড়া হাতে বিশৃঙ্খলা দমনে বদ্ধ পরিকর। নবান্ন সূত্রে খবর, বিকেলের বৈঠকে সাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাওড়ার বেশকিছু এলাকায় ১৫ জুন সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বিক্ষিপ্ত গোলমাল হয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। মুর্শিদাবাদের হাওড়ার মতোই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার জানিয়ে দিয়েছেন, কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। শনিবারই টুইটে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এই হিংসায় মদত দিচ্ছে। পাপ করবে বিজেপি, ভুগবে জনগণ।
Be the first to comment