তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই কলকাতাকে কোভিড-মুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার আকাশপথে শহরে প্রবেশ করতে গেলে এ বার করোনা টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
এখন থেকে বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামতে গেলে ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকতেই হবে। তবেই শহরে প্রবেশের ছাড়পত্র মিলবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
তবে যদি কেউ করোনা ভ্য়াকসিনের একটি ডোজ় নিয়ে থাকেন, বা ভ্যাকসিনের কোনও ডোজ় নাও নিয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রেও প্রবেশের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিমানে সফর করার কমপক্ষে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে যাত্রীকে। তবে প্রবেশ করা যাবে কলকাতায়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া এই চিঠিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।
Be the first to comment