লোকসভা নির্বাচনের প্রায় শেষ লগ্ন, জোরকদমে চলছে প্রচার৷ প্রতিটা সভা থেকেই একে অপরের প্রতি আক্রমণ ও প্রতিআক্রমণে বিভিন্ন রাজনৈতিক দল৷ আজ নামখানা, বজবজ, মেটিয়াব্রুজে তিনটি জনসভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নামখানায় বেলা১:৩০, বজবজ ২:৩০, ও সর্বশেষ সভা করবেন মেটিয়াব্রুজে বেলা ৩:৩০। একের পর এক সভা থেকে কেন্দ্রের সরকার সহ সিপিএম, কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করছেন তৃণমূল নেত্রী।
গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুরে নির্বাচনী থেকে তৃণমূলনেত্রী বলেন, কোনও চ্যানেল দেখেছেন মোদীর বিরুদ্ধে কিছু বলছে? যে মিডিয়া ওনার বিরুদ্ধে একটা খবর দেখাচ্ছে সেখানেই সিবিআই, ইডি হানা দিচ্ছে। এছাড়াও গতকাল বারুইপুরের রাসমাঠে জনসভায় তিনি বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। তিনি আরোও বলেন যে বহরমপুর, জঙ্গিপুরে বিজেপি কংগ্রেসকে সুবিধা করে দিয়েছে এবং যাদবপুরে সিপিএমের সাথে বিজেপির সমঝোতা আছে।
Be the first to comment