৭০০ কোটির জল প্রকল্পের কাজ শুরু নন্দীগ্রামে

Spread the love

চারদিকে নোনা জল বেষ্টিত নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাইপবাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য সেই প্রতিশ্রুতি গত ৮ ফেব্রুয়ারি হওয়া টেন্ডারের মধ্যে দিয়ে এখন বাস্তবায়নের পথে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সাহায্যে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকের জন্য মেগা জল প্রকল্পটি। উপকৃত হবেন প্রায় আড়াই লক্ষ মানুষ।

রূপনারায়ণ নদ থেকে জল তুলে ট্রিটমেন্ট প্ল্যান্টে তা পরিস্রুত করার পর রাখা হবে দু’টি গ্রাউন্ড লেভেল স্টোরেজ রিজার্ভারে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে তা পৌঁছে যাবে নন্দীগ্রামের ঘরে ঘরে। আগামী ২০২০ সালের মধ্যেই নন্দীগ্রামের প্রতিটি নাগরিকের বাড়ি বাড়ি দৈনিক ৭০ লিটার নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে এমনটাই আশা করা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*