শেষ হয়েও শেষ হয়নি নারদ মামলা। গৃহবন্দি দশা থেকে মুক্তি পেলেও এই মামলাকে প্রভাবশালী হিসেবে ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মোতাবেক মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরিয়ে নেওয়ার আর্জিও জানান হয়েছিল। এদিন সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
নারদ-কাণ্ডে প্রভাবশালী তত্ত্ব কতটা যুক্তিযুক্ত তা বিচার করবে হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। তৃণমূলের চার হেভিওয়েট নেতার জামিন এবং গৃহবন্দী নিয়ে সুপ্রিম কোর্টের পর কলকাতা হাই কোর্টে ধাক্কা খেয়েছে সিবিআই। যদিও তাঁদের তরফে দাবি রাজ্যের আইন-শৃঙ্খলা, সিবিআইয়ের কাজে বাধাদান এবং নিম্ন আদালতকে প্রভাবিত করার মতো বিষয়গুলো থাকছে এ রাজ্যে। তাই অন্যত্র এই মামলা নিয়ে যাওয়ার আর্জি জানান হয়েছিল।
Be the first to comment