পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। নারদ মামলার তদন্তে শুক্রবার এই সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল। এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হবে শুনানি।
নারদকাণ্ডে গত ১৭ মে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়। একইসঙ্গে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক মদন মিত্র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। শুক্রবারই হাই কোর্ট তাঁদের নির্দেশ দেয় গৃহবন্দি থাকার। একইসঙ্গে আদালত জানিয়েছিল বৃহত্তর বেঞ্চ গড়ে এই মামলার শুনানি হবে। এদিনই সেই বেঞ্চ গঠন করা হল।
পাঁচ বিচারপতির এই সাংবিধানিক বেঞ্চে সোমবার সকাল ১১টা থেকে নারদ মামলার শুনানি হওয়ার কথা। নিয়ম অনুযায়ী এই মামলার বিচারপর্ব যেখান থেকে শুরু হয়েছিল, আইনজীবীদের যাঁর যা বক্তব্য ছিল, সেই সমস্ত নিয়েই মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। কারণ, এই বেঞ্চের পাঁচ বিচারপতির মধ্যে রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই মামলায় আইনজীবীদের বক্তব্য কিছুটা শুনলেও বাকি তিনজন বিচারপতির নাম নতুন সংযোজিত হয়েছে। ফলে নারদ মামলা নিয়ে আইনজীবীদের বক্তব্য তাঁদের কাছে তুলে ধরা হবে। যা বিচারপর্ব এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
শুক্রবার চার হেভিওয়েট নেতার জামিনকে কেন্দ্র করে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতভেদ তৈরি হয়। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই চারজনের অন্তর্বর্তী জামিনের পক্ষে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অন্তর্বর্তী জামিনের পক্ষে ছিলেন না। দুই বিচারপতির মতভেদ কাটাতে নিয়ম মেনে এই বৃহত্তর বেঞ্চ গঠন করা হল।
Be the first to comment